প্রকাশিত: Sun, Dec 31, 2023 11:09 AM আপডেট: Thu, Apr 3, 2025 1:54 PM
[১]গোপনীয়তা লঙ্ঘনের দায়ে ভোক্তাদের ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে গুগল
ববি বিশ^াস: [২] শুক্রবার ‘ইনকগনিটো মোড’ ব্যবহারকারীদের ডেটা ট্র্যাক করার অভিযোগে আদালতের আদেশে এই বিপুল অর্থ পরিশোধ করতে সম্মত হয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি। মূলত ২০২০ সালে দায়ের করা এক মামলায় গুগলের উপর লক্ষাধিক ব্যবহারকারীর তথ্য ব্রাউজ করার অভিযোগ করা হয়। এই অভিযোগে গুগলকে ব্যবহারকারীদের ব্যক্তি জীবন, আগ্রহ এবং স্পর্শকাতর তথ্য জানার চেষ্টা করায় নিন্দা জানানো হয়। সূত্র: দি গার্ডিয়ান
[৩] গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, লগ-ইন ছাড়া গুগলের প্রাইভেট ব্রাউজিং ক্ষেত্র বা ‘ইনকগনিটো মোড’-এ গুগল এনালিটিকস বা অ্যাড ম্যানেজার প্রদর্শনকে বেআইনি হিসেবে অভিযোগ করে প্রত্যেক ব্যবহারকারীর জন্য কমপক্ষে ৫,০০০ ডলার ক্ষতিপূরণের দাবি জানায় বাদী পক্ষের আইনজীবীরা।
[৪] এই ক্ষতিপূরণের সর্বমোট পরিমাণ দাঁড়াতে পারে ৫ বিলিয়ন ডলার। ক্যালিফোর্নিয়ার একটি আদালতে দায়ের করা এই মামলায় সেসময় সাড়া দেয়নি গুগল ও তার আইনজীবীরা। তবে এবার আদালতের মধ্যস্থতায় ও উভয় পক্ষের আইনজীবীদের মধ্যকার সমঝোতায় এই সিদ্ধান্তে সম্মতি জানায় গুগল।
[৫] যদিও এখন পর্যন্ত এই ক্ষতিপূরণের পরিমাণ ও গ্রহীতাদের কোনো পরিসংখ্যান দেওয়া হয়নি, তবে ধারণা করা হচ্ছে ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে আদালতের অনুমোদনের মাধ্যমে এ বিষযটির আনুষ্ঠানিক নিষ্পত্তি সম্পন্ন হবে। সম্পাপদনা: ইকবাল খান
আরও সংবাদ
[১]গোপনীয়তা লঙ্ঘনের দায়ে ভোক্তাদের ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে গুগল
[১]আঙুলে সুঁই ফুটিয়েই শনাক্ত করা যাবে ব্রেইন ক্যানসার
[১]হেলিকপ্টারের বিকল্প হবে ভোলোকপ্টার [২]২০২৪ সালে প্যারিস অলিম্পিকে উদ্বোধন
[১]যশোর কুমারখালী কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরেই রাখা হচ্ছে তার প্রেসটি
বছরের দীর্ঘতম দিন ২১ জুন
পুরুষের চেয়ে নারীর মাথা বেশি গরম, বলছে গবেষণা
[১]গোপনীয়তা লঙ্ঘনের দায়ে ভোক্তাদের ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

[১]আঙুলে সুঁই ফুটিয়েই শনাক্ত করা যাবে ব্রেইন ক্যানসার

[১]হেলিকপ্টারের বিকল্প হবে ভোলোকপ্টার [২]২০২৪ সালে প্যারিস অলিম্পিকে উদ্বোধন

[১]যশোর কুমারখালী কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরেই রাখা হচ্ছে তার প্রেসটি

বছরের দীর্ঘতম দিন ২১ জুন
